1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত

গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ইতিহাস গড়েছিলেন ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপি দিয়ে ভারতীয় এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটার তিনি।

রেকর্ড দামে দলে ভেড়ানো পন্তকে নেতৃত্ব দেওয়া হতে পারে এমন গুঞ্জন ছিল। অবশেষে জল্পনা সত্যি করে লখনৌয়ের নেতৃত্ব পেলেন ভারতীয় এই উইকেটকিপার ব্যাটার। সোমবার পন্তকে পাশে নিয়ে ঘোষণা করলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্‌কা।

২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে কেএল রাহুলই ছিলেন লখনৌর দলনেতা। তবে গত মৌসুমে হায়দরাবাদ ম্যাচে হারের পর গোয়েন্‌কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া সময়ের অপেক্ষা। সেটাই হয়েছিল শেষমেশ। গত নিলামে রাহুলকে ছেড়ে দিয়ে পন্তকে দলে টানার পর এবার তাকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো।

পছন্দের ১৭ নম্বর জার্সিই নতুন দলে পাচ্ছেন পন্ত। তার নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’ শব্দটিও। পন্তকে পাশে নিয়ে সেই জার্সি প্রকাশ্যে আনেন গোয়েন্‌কা এবং দলের মেন্টর ‌জহির খান। দায়িত্ব নিয়ে পন্ত বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য সঞ্জীব স্যার, জহির ভাইকে ধন্যবাদ। লখনৌয়ের হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’

দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্তই। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি। ফলে লখনৌ যে অধিনায়ক হিসেবে তার নামই ঘোষণা করতো তা নিয়ে সন্দেহ থাকার কথা ছিল না। তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল। তাকে টেক্কা দিয়েছেন পন্ত।

আইপিএলে প্রথম দু’বছর প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও গত মৌসুমে প্রথম চারে শেষ করতে পারেনি তারা। গত বছর ৮ মে আইপিএলে খেলা ছিল হায়দরাবাদ এবং লখনৌয়ের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.