আফ্রিকার দেশ সোমালিয়ায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কি সামরিক বাহিনী। শনিবার দেশটির গোলিস পার্বত্য এলাকায় আইএসের জ্যেষ্ঠ এক নেতা ও সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এতে আইএসের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান হামলার তথ্য জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সৈন্যরা শনিবার সোমালিয়ায় আইএসের জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্পে বলেছেন, আমরা যে খুনীদের গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি তৈরি করেছে।
তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে আইএসের সদস্যরা যে গুহায় বসবাস করেন, সেগুলো ধ্বংস করে দিয়েছেন। তারা যেন কোনোভাবেই বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতি করতে পারেন সেজন্য এই হামলা করা হয়েছে। এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শনিবার গোলিস পর্বতমালায় হামলা করা হয়েছে এবং প্রাথমিক পর্যালোচনায় অনেক জঙ্গি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই হামলায় বেসামরিক কোনও নাগরিক ক্ষয়ক্ষতির শিকার হননি।
সোমালিয়ায় মার্কিন বাহিনীর হামলার তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে বিমান হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল। এক্সে লেখা এক পোস্টে পিট হেগসেথ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের জন্য তিনি ট্রাম্প প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
ট্রাম্পকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টায় সোমালিয়ায় আপনার সাহসী ও নিখুঁত নেতৃত্ব অত্যন্ত মূল্যবান এবং আমরা এই পদক্ষেপে স্বাগত জানাই।
উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ড রাজ্যের তথ্যমন্ত্রী বলেছেন, গোলিসের ক্যাল মিসকাদ পর্বতমালায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান থেকে হামলা করা হয়েছে। ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা হয়েছে।
মন্ত্রী মোহামুদ এইদিদ দিরির রয়টার্সকে বলেছেন, ‘‘রাতের অন্ধকারের কারণে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। তবে আমাদের সৈন্যরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।