বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধে যশোরের শার্শার বেনাপোলসহ ৪৯ বিজিবির আওতাধীন সব সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে বিজিবির সতর্কাবস্থা লক্ষ্য করা যায়।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি দেশ ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, দুর্নীতিবাজ বা অসাধু ব্যক্তি সীমান্ত দিয়ে যেন ভারতে যেতে না পারে এবং ভারত থেকেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলসহ যশোরের সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি।
বিজিবি জানায়, যশোর ৪৯ বিজিবির আওতাধীন ভারতের সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে যেকোনও সময় যে কেউ অনুপ্রবেশ করতে পারে। এ ছাড়া দেশে সরকার পতনের পর দুর্নীতিবাজরা এই সীমান্ত এলাকা ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে পারে। ভারত থেকে বাংলাদেশে যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে জন্য বিজিবি নজরদারি বাড়িয়েছে।
সরেজমিনে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করে দেখা যায়, আগের চেয়ে সীমান্ত এলাকায় বিজিবি সংখ্যা বাড়ানো হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান রয়েছেন। সীমান্ত এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যশোরের সীমান্ত পথ ব্যবহার করে কেউ যাতে অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য জন্য আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।