সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানের পরও আবাসিক হোটেলগুলোতে বন্ধ হচ্ছে না অসামাজিক কার্যকলাপ। মহানগরের বেশিরভাগ আবাসিক হোটেলে চলছে অসামাজিক কার্যকলাপ। সর্বশেষ সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১২ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (৩ মার্চ) রাত ৯টার দিকে মহানগরের কদমতলী সাকিনস্থ হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রুজিনা বেগম, রুজিনা আক্তার নূপুর, লতা আক্তার, খালেদা আক্তার, বৃষ্টি বেগম, মরিয়ম বেগম, সাচ্চু মিয়া শান্ত, গোলাম কিবরিয়া, দুলন মালাকার, সাঈদ হোসেন এলিল, মাশরাফি ও মতিউর রহমান।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, রোববার রাত ৯টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী সাকিনস্থ হোটেল সাগর অ্যান্ড রেস্ট হাউজে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ তরুণ-তরুণীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দক্ষিণ সুরমা থানার হস্তান্তর করা হয়। ফরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে, শনিবার (২ মার্চ) রাতে সিলেট মহানগরের তালতলার হোটেল সুফিয়ায় (আবাসিক) অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৭ যুবক-যুবতীকে আটক করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ।