ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এই আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নৌকাডুবিতে বেঁচে যাওয়াদের উদ্ধৃত করে জাতিসংঘের সংস্থাটি বলেছে, নৌযানটি জুয়ারা থেকে ৮৬জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল। বিশাল ঢেউয়ে তা উল্টে গেলে শিশুসহ ৬১ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে তাদের মৃত্যু হয়েছে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করার ক্ষেত্রে যাত্রা শুরুর জন্য স্থান হিসেবে লিবিয়াকে ব্যবহার করছেন অভিবাসীরা।
আইওএম-এর হিসাব অনুসারে, চলতি বছর সাগর পাড়ি দেওয়ার চেষ্টাকালে দুই হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটি অভিবাসীদের সবচেয়ে বিপজ্জনক রুটে পরিণত হয়েছে।
সর্বশেষ নৌকাডুবির ঘটনায় আরোহীদের বেশিরভাগ নাইজেরিয়া, গাম্বিয়া ও অপর আফ্রিকার দেশের নাগরিক।
আইওএম জানিয়েছে, জীবিত ২৫ জনকে লিবিয়ার বন্দি শিবিরে স্থানান্তর এবং চিকিৎসা দেওয়া হয়েছে।