পা পিছলে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তাকে হাসপাতাল থেকে কালীঘাটের নিজ বাসভবনে নেওয়া হয়েছে।
তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ভালো আছেন।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্ত্তিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পড়ে গিয়ে কপালে চোট লেগেছে মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার (১৪ মার্চ) মমতার বাসভবন সূত্রে জানা গিয়েছিল, অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে বাড়ির শোকেসে মাথায় আঘাত লাগে। তাতেই রক্তক্ষরণ হয় ৭১ বছর বয়সী মমতার।
আড়ও পড়ুন : পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি পুতিন : রাশিয়া
এরপরই তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ ভর্তি রাখা হয় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডের উডবার্ন কেবিনে।
এরপরই সিটি স্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হয় তার। কিছুক্ষণ পর হুইল চেয়ারে করে বের করা হয় হাসপাতাল থেকে। গাড়িতে নিয়ে যাওয়া হয় তার কালীঘাটের বাড়িতে। মুখ্যমন্ত্রীর মাথায় ব্যান্ডেজ বাঁধা রয়েছে। তার মাথায় চারটি সেলাই পড়েছে।