বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাব কমে আসায় টানা ২২ ঘণ্টা পর বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের শুরু হয়েছে। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের।
শুক্রবার (২৫ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
এদিকে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরিশাল জেলার ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। এছাড়া ত্রাণকাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার টাকা নগদ অর্থ, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা রাখা হয়। মজুদ রাখা হয়েছে ৫৬৯ মেট্রিক টন চাল।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মিলিটারি বৃষ্টি হয়েছে।
নদীবন্দরে ২ নম্বর থেকে ১ নম্বর সংকেতে নামিয়ে আনা হয়েছে। তবে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস কর্তৃপক্ষ