ইসরায়েলকে ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে, সৌদি যুবরাজকে এরদোয়ান, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবিলায় মুসলিমপ্রধান দেশগুলোর ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর করার জন্যও মুসলিম বিশ্বকে এক হতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আড়ও পড়ুন: ঈদের ছুটিতেও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা মনিটরিং করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গতকাল সোমবার (৮ এপ্রিল) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান। প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তরই তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ।
ইসরায়েলকে ঠেকাতে ঐক্যবদ্ধ হতে হবে, সৌদি যুবরাজকে এরদোয়ান, এসময় মোহাম্মদ বিন সালমানকে এরদোয়ান বলেন, নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির সিদ্ধান্ত প্রয়োগের জন্য আরও বেশি যৌথ উদ্যোগ প্রয়োজন। এছাড়াও এ বৈঠকে দুই নেতা তুরস্ক ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
গত ৭ অক্টোবর, গাজায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান। শুরু থেকেই তিনি ফিলিস্তিন ও গাজার শাসকগোষ্ঠী হামাসের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য দায়ী করেছেন।