ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। ৭ জুনের আগে এই স্কোয়াড থেকে ৩ জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড।
চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার পেদ্রি। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাউ কুবারসি ও ফেরমিন লোপেজ। রিয়াল মাদ্রিদের হোসেলু, দানি কারভাহাল ও নাচো ফার্নান্দেজ প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছেন।
চোটের কারণে দলে জায়গা পাননি বার্সেলোনার গাভি। টটেনহ্যাম ডিফেন্ডার পেদ্রো পেরো ও আতলেতিকো মাদ্রদের মিডফিল্ডার কোকের জায়গা হয়নি স্পেনের ইউরোর দলে।
গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন ও অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: আইমেরিক লাপোর্তে, পাউ কুবারসি, রবিন লে নরমান্ড, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমাল্ডো, হেসুস নাভাস, দানি ভিভিয়ান ও মার্ক কুকুরেল্লা।
মিডফিল্ডার: রদ্রি, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফারমিন লোপেজ, অ্যালেক্স গার্সিয়া, অ্যালেক্স বায়েনা ও মার্কোস লরেন্তে।
ফরোয়াড: আলভারো মোরাতা, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, হোসেলু, ফেরান তোরেস ও আয়োজে পেরেজ।