৬০ বছর পর পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত
ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-১ প্লে-অফ খেলতে ইসলামাবাদে যাওয়ার কথা ভারতের। তবে পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয়, সে জন্য আগেই বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। তাদের আবেদন ছিল, নিরপেক্ষ দেশে হোক খেলা। সে আবেদন খারিজ হয়ে গেছে। শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সে বার ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।
অবশেষে পাকিস্তানে যেতেই হচ্ছে ভারতকে। ডেভিস কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার জন্য বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। তবে তাদের আবেদন খারিজ হয়ে গেছে। ফলে ৬০ বছর পর পাকিস্তান যেতে হচ্ছে ভারতীয় টেনিস দলকে।
এ প্রসঙ্গে ভারতীয় টেনিস সংস্থার সচিব অনিল ধুপর পিটিআইকে বলেন, ‘বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশন আমাদের আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আমাদের একটা দল যাবে। পরবর্তী পদক্ষেপ নিয়ে পরামর্শ নেব।’