হবিগঞ্জের মাধবপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার মনতলা স্টেশনে এ ঘটনা ঘটে। তবে, সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, সকাল সোয়া ৯টার দিকে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার সময় ১ নম্বর লাইন দিয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে এক নম্বর লাইনটি বন্ধ রয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে।