ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে দেড় মণ গাঁজা, ফেনসিডিল ও স্কোপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ও শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম (৫০) জেলার কসবা উপজেলার মেহেরী ইউনিয়নের সাতপাড়া গ্রামের শাহ আলমের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মেদ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেহেরী ইউনিয়নের সাতপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাতপাড়া গ্রামের আলমগীরের বাড়িতে অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। পরে আলমগীরের বসত ঘর তল্লাশি করে ২০ কেজি গাঁজা, ৩০ বোতল ফেনসিডিল ও ১১ বোতল স্কোপ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর ও আলমগীর এলাকার চিহিৃত মাদক কারবারি।
তিনি আরও জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে কসবা-চৌমুহনী আঞ্চলিক সড়কের শাহাপুর পশ্চিম পাড়া পাকা রাস্তার উপর সিএনজি চালিত অটোরিকসা তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে মো. মাসুক মিয়া, ছোটন রাজু ও মো. জসিম পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।