ওয়েট-ব্লু চামড়া রপ্তানির জন্য পাঁচ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে দেয়া চিঠিতে এ অনুমতি দেয়া হয়। ওই পাঁচটি প্রতিষ্ঠান ২০ লাখ বর্গফুট করে মোট এক কোটি বর্গফুট ওয়েট-ব্লু চামড়া রপ্তানি করতে পারবে।
এদিকে, রপ্তানি নীতি ২০১৮-২১ অনুসরণ করে, শুধুমাত্র রপ্তানির অনুমতিপ্রাপ্ত ওয়েট-ব্লু চামড়ার নির্ধারিত পরিমাণ, পরবর্তী রপ্তানির জন্য পুনরায় আবেদন, মানসম্মত ওয়েট-ব্লু চামড়া রপ্তানি এবং অনুমতি পাওয়া প্রতিষ্ঠাগুলোকে ২০২২ সালের ৩০ জুনের মধ্যে তা রপ্তানি করাসহ বেশ কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়।