ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী মঙ্গলবার (২০ জুলাই) থেকে রোববার (২৫ জুলাই) পর্যন্ত টানা ৬ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
এছাড়া, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাভাবিক পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে, শুধুমাত্র দু’দেশে আটকেপড়া ও কূটনৈতিক পাসপোর্টধারী যাত্রীরা নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, ২৬ জুলাই সকাল থেকে এ স্থলবন্দর সীমান্তপথে আবারো আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।