পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘরের কাগজি লেবুর চাহিদা দেশজুড়ে। প্রতি বছর লেবুর ভরা মৌসুমে প্রতিদিন এখান থেকে দুই থেকে আড়াই লাখ টাকার কাগজি লেবু যায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
এ বছরও নেছারাবাদ উপজেলার ১৭ হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে লেবুর ন্যায্যমূল্য পাচ্ছে না কৃষকরা।
তারা জানান, এ বছর লেবুর ফলন মোটামুটি সন্তষজনক। তবে, করোনার কারণে ব্যাপারিদের তেমন আগ্রহ না থাকায় লেবুর দাম খুবই কম। গত বছর যেখানে ব্যাপারিরা একপোন লেবুতে ১২০-১৫০ টাকা দাম দিত। এবছর সেই একপোন লেবুর দাম দিচ্ছেন ৭০-৮০ টাকা।