জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া লক্ষ্যমাত্রা অর্জন ও বন্দরে জট কমাতে চলতি মাসের দ্বিতীয় নিলামের আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও আগামীকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম কাস্টমসে ১৮ লাখ টাকার জাপানি প্রোভোক্স গাড়িসহ ৬১ লট পণ্যের নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে। তারমধ্যে সবচেয়ে বেশি রয়েছে ১৫ লট ফেব্রিক্স পণ্য ও ৪ লট প্লাস্টিক হ্যাঙ্গার।
এর আগে, গত ৮ জুলাই প্রথম নিলামে উঠেছিল ৫৬ লট পণ্য।
চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার মো. আল-আমিন বলেন, আগামী ২৯ জুলাই বেলা আড়াইটায় ৬১ লট পণ্য নিলামে তোলা হবে। বন্দরে আমদানিকৃত পণ্য যথাসময়ে খালাস না করলে তা নির্দিষ্ট সময় পর নিলামে তোলা হয়।