২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে মোট ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৫৫ শতাংশ বেশি।
রাজস্ব বোর্ডের হালনাগাদ তথ্যানুযায়ী, ওই দুই মাসে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে প্রতিষ্ঠানটির আদায় যথাক্রমে- ১০ হাজার দুই কোটি ৯৩ লাখ, ১২ হাজার ৯৬৪ কোটি তিন লাখ এবং ১১ হাজার ৫৮১ কোটি ৭৫ লাখ টাকা।
তবে, একইসময়ে ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা।