মৌলভীবাজারের শস্য উৎপাদনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে আমন ধান। কিন্তু, জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় রোপণকৃত আমন ধানের ক্ষেতে মাজরা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ দেখা দিয়েছে। ফলে, এসব এলাকার কৃষকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
কৃষকরা জানান, এসব পোকার আক্রমণের কারণে বড় হচ্ছে না ধান গাছ। কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। অন্যদিকে, এক দফা কীটনাশক প্রয়োগে ব্যয় হচ্ছে ৫শ’টাকা। ফলে উৎপাদন খরচও বাড়ছে। এ পরিস্থিতিতে বেশ আতঙ্কেই দিনানিপাত করছেন তারা।
তবে, এই সংকট সাময়িক জানিয়ে কৃষকদের আতঙ্কিত না হয়ে জমিতে পরিমাণ মতো কীটনাশক ও সার প্রয়োগের পরামর্শ দিলেন রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ইফফাত আরা ইসলাম
চলতি মৌসুমে জেলায়, ১ লাখ ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ৭০ ভাগ জমিতে চারা রোপণ শেষ হয়েছে।