চলতি অর্থবছরের প্রথম চার মাসে বেনাপোল রেলপথে ১ লাখ ২০ হাজার টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জুলাই থেকে অক্টোবর এ চার মাসে ভারত থেকে বেনাপোল দিয়ে ট্রেনে বিভিন্ন পণ্য পরিবহন করে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে, ৮ কোটি ২৬ লাখ টাকা। আমদানি করা এসব পণ্যের মধ্যে বেশির ভাগ হলো গার্মেন্টস, পেঁয়াজ, আদা, মরিচ, হলুদ, ধান বীজ, গম, চিনি।
ব্যবসায়ীরা জানান, বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরে চাঁদাবাজিসহ নানা অনিয়মের কারণে রেলপথে ট্রেনে পণ্য আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা।