আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে, ৭৮ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ৫০০ টাকা; যা এখন বিক্রি হচ্ছে ৬৭ হাজার ৫৩৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ৮৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ২২০ টাকা।