ডলারের সংকট কাটাতে বৈদেশিক মুদ্রা স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থাৎ আমদানি-রপ্তানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ কম সুদ পাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে। অর্থায়ন চলমান থাকাকালীন অবস্থায় বেঞ্চমার্ক রেট হিসেবে লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট ব্যবহার করা যাবে। এতোদিন বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ দশমিক ৫০ শতাংশ যুক্ত করে সুদের হার নির্ধারণ করা হতো।
মার্কিন ডলারের বেঞ্চমার্ক রেট হিসেবে ব্যবহৃত এসওএফআর এর হার ঊর্ধ্বমুখী হওয়ায় দশমিক ৫০ শতাংশ সুদহার কমানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা।