রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। তবে আবারও সবধরণের চালের দাম বেড়েছে।
বাজারে শীতকালীন সবজির সমারোহ। তাই গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে দাম। তবে টমেটো, বরবটি, নতুন আলুসহ বেশ কিছু সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। আরেক দফা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
এদিকে, আবারো বাড়লো সব ধরণের চালের দাম। মিনিকেট ও নাজিরশাইল কেজিতে ৩ টাকা, আর আটাশ চাল কেজিতে বেড়েছে ২ টাকা। বাড়তি দাম মোটা চালেরও।
অন্যদিকে, সরকার নির্ধারিত দাম না মেনেই বিক্রি হচ্ছে পুরোনো আলু। বাজারে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে সব ধরণের মাছের দাম। অপরিবর্তিত রয়েছে মুরগি, গরু ও খাসীর মাংসের দাম।
ডেস্ক নিউজ/বিজয় টিভি