জুলাই থেকে সেপ্টেম্বর, এই ৩ মাসে ব্যাংক খাতের খেলাপি ঋণ কমেছে ১ হাজার ৬৭৭ কোটি টাকা। ফলে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৪০ কোটি টাকায়। যা মোট ঋণের ৮ দশমিক আট আট শতাংশ।
জুন শেষে এই খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৬ হাজার ১১৭ কোটি টাকা। যা মোট ঋণের ৯ দশমিক এক ছয় শতাংশ। সেপ্টেম্বর শেষে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৩৫ কোটি, বেসরকারি ব্যাংকগুলোতে ৪৫ হাজার ৩৭ কোটি টাকা, বিশেষায়িত ৪ হাজার ৫২০ কোটি এবং বিদেশি ব্যাংকে ২ হাজার ৪৯ কোটি টাকা।
চলতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঋণ আদায় না হলেও খেলাপি বলা যাবে না, বাংলাদেশ ব্যাংকের এমন নির্দেশনার কারণেই মূলত খেলাপি ঋণ কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি