বেশ কয়েকটি ইস্যুতে মতবিরোধের পরও একটি সর্বসম্মত ব্রেক্সিট বাণিজ্য চুক্তি করতে আবারো শুরু হচ্ছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের আলোচনা।
আজ, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রতিনিধিরা পৌঁছালেও, মূল আলোচনা শুরু হবে আগামীকাল।
শনিবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন টেলিফোনে কথা বলার পর আবারো আলোচনার সিদ্ধান্ত হয়।
এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, বাণিজ্যিক নানা বিষয়ে দু’পক্ষের মতবিরোধ থাকলেও তারা আশাবাদী। চলতি বছরের ৩১ জানুয়ারি ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যায় যুক্তরাজ্য। এরপর বেশ কয়েক দফা আলোচনা হলেও সমাধান আসেনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি