বছর শেষ হওয়ার দুই সপ্তাহ বাকি থাকতেই চলতি বছর ২০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে প্রবাসী আয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ১০ দিনে ৮১ কোটি ৪০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সব মিলিয়ে ১ জানুয়ারি থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে ২০ দশমিক ৫০ বিলিয়ন ডলার। যা ২০১৯ সালের পুরো সময়ের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি।
এর আগে, এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনো আসেনি। এদিকে, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে মহামারির মধ্যেই বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁতে চলেছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি