দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩ দশমিক শূন্য ১৭ বিলিয়ন ডলারে।
বাংলাদেশি মুদ্রায় বর্তমান রিজার্ভের পরিমাণ ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকার বেশি। চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯১ কোটি ২০ লাখ ডলার। করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে সহায়তা করেছে।
২০১৯ সালের একই সময়ে ১৫৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। এ হিসেবে এ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৭২ শতাংশ।