চলতি অর্থবছরের ছয় মাসে কালো টাকা সাদা করার মাধ্যমে ৭ হাজার ৬৫০ জন করদাতার কাছ থেকে ৯৬২ কোটি টাকার রাজস্ব পেয়েছে সরকার।
এনবিআর-এর তথ্য অনুযায়ী, বাজেটে দেয়া ১০ শতাংশ করের সুবিধা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল এনবিআর। আর এ সুযোগকে কাজে লাগিয়ে ২০৫ জন করদাতা প্রায় ২২ কোটি ৮৪ লাখ টাকা কর পরিশোধ করে।
এনবিআর জানায়, গেল ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর থেকে রাজস্ব আদায় হয়েছে, প্রায় ৩৪ হাজার ২৩৮ কোটি টাকা। যা এর আগের অর্থবছরের তুলনায় এক হাজার ৫৪৫ কোটি টাকা বেশি। এবার ২৪ লাখ ৯ হাজার ৩৫৭ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।