ভারতে স্বর্ণ ও রূপার আমদানি শুল্ক কমিয়ে দেয়ায় বাজারে স্বর্ণের দাম কমে গেছে।
গতকাল ২০২১-২২ অর্থবছরের জন্য ভারতের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেটে স্বর্ণ ও রূপার ওপর আমদানি শুল্ক কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ন্যূনতম সাড়ে ১২ শতাংশ।
এদিকে, বাজেটের এ ঘোষণার পরপরই ভারতের বাজারে স্বর্ণের দাম কমে গেছে। এপ্রিলে যে স্বর্ণ আমদানি হবে তার দাম প্রতি ১০ গ্রামে ২ হাজার ১৩৬ রুপি কমে হয়েছে ৪৭ হাজার ২০১ রুপি। তবে বেড়েছে রূপার দাম।