বৈদেশিক বাণিজ্যের আড়ালে অর্থপাচার প্রতিরোধে প্রতিটি ব্যাংকের করণীয় নিয়ে নিজস্ব নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে।
মহামারি করোনার কারণে দ্বিতীয় দফায় এই সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। করোনা ও কতিপয় ব্যাংকের আবেদন বিবেচনায় ওই নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা প্রথম দফায় ১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
গতকাল বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়।