দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়ালো।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সোমবার, দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
এর আগে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার। গেল এপ্রিলে, প্রবাসীরা সব মিলিয়ে ২০৬ কোটি ডলার পাঠিয়েছেন। মে মাসের প্রথম দুইদিনে প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৪০ লাখ ডলার।
এর ফলে, বৈদেশিক মুদ্রার মজুত ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। এই রিজার্ভ দিয়ে ১১ মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক।