এলপি গ্যাসের দাম নির্ধারণে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণশুনানি। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর চাপের মুখে নতুন করে গণশুনানির তারিখ ঘোষণা করেছে বিইআরসি।
তবে, ওইদিন শুনানি শেষ না হলে পরদিনও তা অব্যাহত থাকবে। এছাড়া, কোনো কারণে সরাসরি গণশুনানি সম্ভব না হলে ভার্চুয়াল শুনানির ঘোষণা দেয়া হয়েছে। এর আগে, গত ১২ এপ্রিল, লোয়াবের দাবি উপেক্ষা করে প্রথমবারের মতো এলপি গ্যাসের দাম ঘোষণা করে বিইআরসি।
তখন বলা হয়েছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছে। সিপির দর ওঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। এর ভিত্তিতে, মে মাসে, সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা পুনঃনির্ধারণ করা হয়।