আইপি-সংক্রান্ত জটিলতা কাটিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গত ৩ জুন পেঁয়াজ আমদানি শুরু হয়। এরপর গত এক সপ্তাহে ৩ হাজার ৪৮৪ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।
বন্দরসংশ্লিষ্টদের দেয়া তথ্যমতে, গত ৩ জুন বন্দর দিয়ে ৯৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সর্বশেষ, গত শনিবার, ১৫টি ট্রাকে ৪১৮ টন পেঁয়াজ আমদানি করা হয়।
এদিকে, পেঁয়াজ আমদানি করায় বাজারে কমতে শুরু করেছে দাম। একদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ২৭-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে কেজিপ্রতি দাম কমেছে ২-৩ টাকা করে।