স্বর্ণের দাম ভরি প্রতি এক হাজার ৫১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন এ দাম আজ থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে, ৭১ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।
গতকাল, এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশীয় বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করেই এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানায় বাজুস।