নিউজ ডেস্ক / বিজয় টিভি
শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২শ ৯০এ দাঁড়িয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ৫শ শতাধিক মানুষ।
এখনও নিখোঁজ রয়েছেন বেশ কিছু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির আইনশৃংখলা বাহিনী। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানান, দেশের জনগণকে নিরাপদ রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছেন। রোববার দেশটির আটটি স্থানে হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, শ্রীলঙ্কায় হামলার ঘটনায় নিহত বাংলাদেশের আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। তবে তার জামাতা মশিউল হক চৌধুরীর পায়ের জখম গুরুতর হওয়ায় তাকে এখন দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। কয়েকদিন আগে স্ত্রী শেখ সোনিয়া ও দুই ছেলে জায়ান এবং জোহানকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি