শ্রীলঙ্কায় ভায়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে। হামলায় জড়িত সন্দেহে আরো ১৮ জনকে আটক করা হয়েছে।
এদিকে, হামলার ঘটনায় দেশটির পুলিশ মহাপরিদর্শক ও প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। এঘটনায় এখন পর্যন্ত আটক হয়েছে মোট ৫৮ সন্দেহভাজন। দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রায়ান বিজ-বর্ধনে বলেছেন, গত মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে গণহত্যার প্রতিবাদে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে নৃশংস এই বোমা হামলা চালানো হয়েছে। হামলার তিন দিন পর মঙ্গলবার এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট।
নিউজ ডেস্ক / বিজয় টিভি