চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
বুধবার (৩ মে) বার্তা সংস্থা রয়টার্সকে দুটি সূত্র জানিয়েছে, ‘পারস্পরিক এবং একযোগে’ অস্ত্র বিরতিটি ভোর সাড়ে তিনটার দিকে কার্যকর হয়।
মিশর, কাতার ও জাতিসংঘের কর্মকর্তাদের প্রচেষ্টায় এটি কার্যকর হয়।
এর আগে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। মঙ্গলবার (২ মে) রাতের এই হামলার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গাজাবাসী।
ইসরায়েলি কারাগারে খাদের আদনান নামের এক বন্দির মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। ‘অবৈধ গ্রেপ্তারের’ প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেন। দীর্ঘ ৮৭ দিন অনশন করার ২ মে তার মৃত্যুর খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
‘গাজায় ইসরায়েলি আগ্রাসন’ বন্ধে অস্ত্রবিরতির আলোচনায় যুক্ত ছিল হামাসের একটি প্রতিনিধি দলও। বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, ইসরায়েলের আক্রমণ বন্ধ করতে উভয় দেশ ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়াহ।