হাইতিতে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখনো নিখোঁজ রয়েছে আরও অন্তত ১১ জন।
স্থানীয় সময় সোমবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১৩ হাজার ৩শ’ বাড়ি ভেঙে গেছে।
ক্যারিবীয় অঞ্চলের এ দ্বীপ দেশটিতে গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এর ফলে কোথাও কোথাও ব্যাপক ভূমিধসের ঘটনাও ঘটেছে।
বন্যার কারণে রাজধানী পোর্ট-ও-প্রিন্স ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো পানিতে ডুবে গেছে। এতে শহরের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে অনেক বাসিন্দা। চলমান বন্যার ফলে দেশটির ১০টি বিভাগের মধ্যে অন্তত ৫টি বিভাগে মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়।