মস্কোর দিকে যাওয়ার পথে দুটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
আজ এক টেলিগ্রাম বার্তায় এ দাবি করেন স্থানীয় রুশ মেয়র সের্গেই সোবানিয়ান। এটিই মস্কোয় কিয়েভের সর্বশেষ হামলার প্রচেষ্টা বলেও জানান তিনি। এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষে কোনও ভবন ক্ষতিগ্রস্ত বা কেউ হতাহত হননি।
এক সপ্তাহের মাঝে মস্কোয় এ নিয়ে তৃতীয়বার ড্রোন হামলার চেষ্টা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। সম্প্রতি মস্কোয় ড্রোন হামলা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাণিজ্যিক ভবনগুলোকে টার্গেট করছে ইউক্রেন।
তবে এসব ঘটনায় সরাসরি দ্বায় স্বীকার না করলেও এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।