গত ৮ অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসরায়েলি সেনা ও হামাসের যোদ্ধাদের পাশাপাশি বিদেশি অনেক নাগরিক রয়েছেন। সেই তালিকায় নাম আছে ভারতের।
যুদ্ধের মধ্যেই ইসরায়েলের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এ জন্য ভারত সরকার ‘অপারেশন অজয়’ চালু করেছে। এই অপারেশনের অধীনে ২১২ ভারতীয়কে নিয়ে ইজরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট দিল্লি পৌঁছেছে।
ইসরায়েলের সময় অনুযায়ী, ভারতীয় নাগরিক ভর্তি এই ফ্লাইটটি রাত ৯টায় বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা করে। এয়ার ইন্ডিয়ার বিমান এই ফ্লাইটে ২১২ জন যাত্রী দিল্লি পৌঁছেছেন।
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর এয়ার ইন্ডিয়া তাৎক্ষণিকভাবে ইজরায়েল থেকে সব ফ্লাইট বন্ধ করে দিয়েছিল, যার কারণে অনেক ভারতীয় নাগরিক ইজরায়েলে আটকে পড়েছিলেন।