ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। ইসরাইলের নির্বিচার হামলা নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলা টানাপোড়েনের প্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাষ্ট্রদূত প্রত্যাহারের এ সিদ্ধান্তে আসেন।
বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। খবর আল-জাজিরার।
আরও পড়ুন- বিশ্বকাপের আগে র্যাঙ্কিংয়ে বড় বিপর্যয় সাকিব-লিটনদের
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন সময়ে এই হামলার সমালোচনা করেছেন।
গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরাইলি হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন তিনি। এর জেরে ইসরাইলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাৎজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কারও করা হয়।