সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে অবৈধ বসবাসকারীদের জন্য সাধারণ ক্ষমা এবং বৈধকরণ প্রক্রিয়া। এর ফলে কোনো ধরণের শাস্তি ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীরা।
দেশটিতে বৈধভাবে বসবাস করছেন ১২ লাখের বেশি বাংলাদেশি। এর পাশাপাশি দেশটিতে অবৈধ বাংলাদেশির সংখ্যা কম নয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে বেআইনিভাবে বসবাস করছেন অন্যান্য দেশের মানুষও।
এসব অবৈধ বসবাসরতদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণার উদ্যোগ নিয়েছে আমিরাত সরকার। ফলে কোনো ধরণের আর্থিক জরিমানা কিংবা জেল সাজা ছাড়াই নিজ নিজ দেশে ফিরতে পারবেন তারা। এর পাশাপাশি যারা ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পর অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্যও রাখা হয়েছে বৈধভাবে বসবাসের সুযোগ।
সরকারের এই উদ্যোগকে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে এরইমধ্যে প্রায় ১৩শ’ পাসপোর্ট জমা পড়েছে। এরআগে ২০১৮ সালে সবশেষ এ ধরণের সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করেছিলো আমিরাত সরকার।