মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারকে সংকুচিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। সোমবার এই প্রচেষ্টা সম্পর্কে হালনাগাদ তথ্য জানাতে গিয়ে মাস্ক বলেছেন, ‘‘তারা যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা ইউএসএইড বন্ধ করে দেওয়ার জন্য কাজ করছেন।’’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কর্মকর্তা, সিনেট সদস্যদের নিয়ে অনলাইনে আলোচনা করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যয় কাটছাঁট প্যানেলের নেতৃত্ব দেওয়ার জন্য মাস্ককে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প।
এক্সে ওই আলোচনায় অংশ নিয়েছেন রিপাবলিকান দলীয় বিবেক রামস্বামী ও রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট। আলোচনার শুরুতেই ইলন মাস্ক বলেন, তারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএইড) বন্ধ করার জন্য কাজ করছেন।
তিনি বলেন, ‘‘এই সংস্থাটি মেরামত করা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পও সংস্থাটি বন্ধ করে দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন।’’
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএইডের দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) কয়েকজন প্রতিনিধি ইউএসএইডের গোপনীয় কিছু নথির সন্ধানে সংস্থাটির মূল ভবনে গিয়েছিলেন। কিন্তু সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা ডিওজিইর প্রতিনিধিদের ভবনের একটি অংশে প্রবেশে বাধা দেন। এই অভিযোগের পরপরই ইউএসএইডের শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বলে তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
বিশ্বের বৃহত্তম একক দাতা সংস্থা ইউএসএইড। ২০২৩ অর্থবছরে বিশ্বের নানা প্রান্তের সংঘাত কবলিত অঞ্চলে নারীদের স্বাস্থ্য থেকে শুরু করে বিশুদ্ধ পানি, এইচআইভি/এইডস চিকিৎসা, জ্বালানি সুরক্ষা ও দুর্নীতি দমন কাজের পেছনে বিশ্বজুড়ে ৭২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে সংস্থাটি।
আর গত বছর বিশ্বজুড়ে জাতিসংঘের সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের ৪২ শতাংশের অর্থের জোগান দিয়েছে ইউএসএইড। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সিস্টেমে ইলন মাস্কের হস্তক্ষেপে বাধা ঘিরে উদ্বেগের মাঝে অনলাইনে ডিওজিইর ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সিস্টেমে ইলন মাস্কের হস্তক্ষেপের প্রচেষ্টায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রত্যেক বছর ৬ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ ফেডারেল সংস্থাগুলোর কাছে পাঠায় ট্রেজারি সিস্টেম। এই সিস্টেমে লাখ লাখ আমেরিকান নাগরিকের ব্যক্তিগত তথ্য রয়েছে; যারা সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ, ট্যাক্স রিফান্ড এবং সরকারের অন্যান্য অর্থ পেয়ে থাকেন।