জাপানে ভাইরাস সংক্রমণের আশংকায় নতুন সম্রাটের জন্মদিন উদযাপনে গণজমায়েত বাতিলের ঘোষণা দেয়া হয়েছে।
দেশটি আজ (সোমবার) জানিয়েছে, তারা নতুন সম্রাট নারুহিতোর জন্মদিন উদযাপনে গণ জমায়েত অনুষ্ঠান বাতিল করবে।
দেশটিতে নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে আশংকা বেড়ে যাওয়ায় এ অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। খবর এএফপি’র।
গণ সমাবেশ ও অপ্রয়োজনীয় জমায়েত এড়াতে সরকার জনগণকে সতর্ক করে দেয়ার এক দিন পর সম্রাটের পারিবারিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ভাইরাস পরিস্থিতির আলোকে আমরা সম্রাটের জন্মদিনের শুভেচ্ছা জানাতে সাধারণ জনগণের রাজপ্রাসাদে আসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি