দক্ষিণ কোরিয়ায় শনিবার সকাল পর্যন্ত নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত ১৪২ জন সনাক্ত করা হয়েছে । এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪৬ জন এবং নতুন করে এক জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২জন।
কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এক বিবৃতিতে একথা জানায়।
এতে বলা হয়, সর্বশেষ নিহত ব্যক্তির বয়স ৯২ বছর, এই ব্যক্তি একটি ধর্মীয় সম্প্রদায়ের সদস্য,দক্ষিণাঞ্চলীয় নগরী চিয়ংদু’র এক হাসপাতালে তিনি মারা যান।
সিনসহিওনঝি চার্চ অব জেসাস এর ১৫০ জনের বেশী করোনা ভাইরাস আক্রান্ত,প্রথমে ৬১ বছর বয়সের এক নারী গত ১০ ফেব্রুয়ারি করোনা ভাইরাসের জ্বরে আক্রান্ত হয়,এর পরেও সে চিকিৎসা গ্রহনের আগে অন্তত ৪টি চার্চ সফর করে।(বাসস)
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি