গাজা উপত্যকার একটি মার্কেটে বৃহস্পতিবার আগুন ছড়িয়ে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কয়েক শিশু রয়েছে। তবে, এখন পর্যন্ত সেখানে এ অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ফিলিস্তিন কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
হামাস শাসিত এ ভূখন্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরি জানান, গাজার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী শিবিরে ওই মার্কেটে অগ্নিকান্ডে ৮৫ জন আহত হয়েছে। তিনি জানান, নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা ওই মার্কেটে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন। প্রথমে মার্কেটের একটি বেকারি দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে। এতে সেখানের অনেক দোকান ও স্টল পুড়ে যায়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি