করোনাভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানার আছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিষ্ঠানটির প্রধান টেড্রোস ঘেব্রেয়েসাস এ মন্তব্য করেন। তিনি বলেন, নতুন কোন ভাইরাস মানেই তার সম্পর্কে নতুন কিছু জানা। করোনার ব্যাপারে এখনও অনেক কিছুই জানার আছে।
তিনি আরও বলেন, উপসর্গবিহীন ব্যক্তিরাও করোনা সংক্রমণ ঘটাতে পারে, তবে এর সত্যতা যাচাইয়ে আরও গবেষণা প্রয়োজন। সংক্রমণ বন্ধের উপায় হিসেবে তিনি উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের শনাক্ত করা, বিচ্ছিন্নকরণ ও পরীক্ষা করা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খোঁজ করে আইসোলেশনে রাখার কথা বলেন। টোড্রোস বলেন, অনেক দেশ এই পদ্ধতিতে সংক্রমণ মোকাবিলায় সফল হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি