ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। শনিবার রাতে ক্যালিফর্নিয়ার রেড ব্লাফ শহরের ওয়ালমার্ট ডিসট্রিবিউশন সেন্টারে এই হামলায় নিহত দু’জন। আহত হয়েছেন চার জন।
তেহামা কাউন্টি শেরিফের অফিস সূত্রে জানানো হয়েছে, প্যাসিফিক সময় অনুযায়ী এ দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটে।
তেহামা কাউন্টির ডেপুটি শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন, ৩১ বছর বয়সি লুই লেনই এই হামলা চালায়। তবে কেন এই হামলা চালিয়েছে সে, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের।
গত শুক্রবার রাত থেকে শিকাগোর বিভিন্ন এলাকায় গুলি চালানোর ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে এক থেকে সতেরো বছরের তিন জন। গাড়ি লক্ষ্য করে এক বন্দুকবাজ গুলি করলে মৃত্যু হয় এক বছরের একটি শিশুর। জানলার বাইরে থেকে ছুটে আসা বুলেটে মারা যায় ১০ বছরের এক বালিকা। ১৭ বছরের এক কিশোরকে বচসার জেরে গুলি করে মারা হয়। তদন্তের জন্য তথ্য চেয়ে নাগরিকদের আবেদন করেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার