শীর্ষে অবশ্যই আমেরিকা। দ্বিতীয় স্থানে নরেন্দ্র মোদীর ভারত! বিশ্বের করোনা-সংক্রমণ তালিকায় নয়। ভারত এখনও সেখানে তিনে। করোনা-পরীক্ষার ভিত্তিতে ভারতকে এই ‘প্রশংসাপত্র’ দিল হোয়াইট হাউস। তারা দাবি করেছে, রেকর্ড সংখ্যক টেস্ট হয়েছে আমেরিকায়, ৪ কোটি ২০ লক্ষ। তার পরেই ভারত দ্বিতীয় স্থানে। ১ কোটি ২০ লক্ষ পরীক্ষা হয়েছে ভারতে।
গোটা বিশ্বে সংক্রমিত ১ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে। মারা গিয়েছেন ছ’লাখের কাছাকাছি। এ ক্ষেত্রেও শীর্ষে থাকা আমেরিকায় আক্রান্ত ৩৬ লক্ষ নাগরিক। মারা গিয়েছেন ১ লক্ষ ৪১ হাজার মানুষ। করোনা রুখতে ট্রাম্পের এই ‘ব্যর্থতা’ নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। এর পরই আজ হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সচিব কেলি ম্যাকেনানি ঘোষণা করেন, ‘‘আমরা ৪ কোটি ২০ লক্ষ পরীক্ষা করেছি। দ্বিতীয় স্থানে ভারত, ১ কোটি ২০ লক্ষ। করোনা পরীক্ষাতে আমরা সব চেয়ে এগিয়ে।’’
এমন কথা আগে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছিলেন, ‘‘আমেরিকায় বেশি পরীক্ষা হচ্ছে বলেই এত সংখ্যক সংক্রমিত। অন্য দেশে ঠিক মতো পরীক্ষা হলে সংক্রমণ বাড়ত।’’ সূত্র: আনন্দবাজার