প্রথমবার একক দেশ হিসেবে মঙ্গলে পাড়ি দিল চীন। বৃহস্পতিবার মঙ্গলের উদ্দেশ্যে রওনা হল চীনের মহাকাশ যান। হাইনান প্রদেশের ওয়েনচাং থেকে রওনা হল সেই মহাকাশযান।
এদিন চিনের স্পেস সেন্টার থেকে লালগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে Long March 5 Y-4 রকেট। আগামী বছরেরে ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহে পা রাখবে বলে জানা গিয়েছে। ৯০ দিন ধরে মঙ্গলগ্রহের চারপাশে ঘুরে তথ্য সংগ্রহ করবে এটি।
লাইভস্ট্রিমিংয়ে দেখানো হয়েছে সেই মহাকাশযান। এদিন সফলভাবের মঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছে সেটি। আমেরিকাও শীঘ্রই মঙ্গলে পাঠাবে এক মহাকাশযান। সূত্র: কলকাতা ২৪