ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঢালে প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছে।
দেশটির এক সামরিক সূত্রে জানা যায়, সেনা সদস্যরা এবং হুথি গেরিলারা রোববার সন্ধ্যায় ঢালে প্রদেশের মারিস এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের অবস্থানে এ হামলা চালায়। হামলায় বহু সন্ত্রাসী হতাহত হয়েছে এবং এসব সন্ত্রাসী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বলেও জানা গেছে।
এদিকে, সৌদি নেতৃত্বাধীন আরব জোটের কয়েকটি জঙ্গিবিমান ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে অন্তত তিন দফা হামলা চালিয়েছে। এছাড়া একই প্রদেশের আল-জাহের এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের জঙ্গিবিমান থেকে আলাদা হামলা চালানো হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি